ঢাকা | বঙ্গাব্দ

জুলাইয়ে ইউক্রেনের ৬০ হাজার সেনা হত্যার দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী কেবল জুলাই মাসেই রুশ সেনাদের হাতে প্রাণ হারিয়েছে ৬০ হাজার ৬৩০ জন ইউক্রেনীয় সেনা।
  • | ০১ আগস্ট, ২০২৪
জুলাইয়ে ইউক্রেনের ৬০ হাজার সেনা হত্যার দাবি রাশিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি সেনা খুইয়েছে ইউক্রেন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনাবাহিনী জুলাই মাসে ইউক্রেনের ৬০ হাজার সেনা সদস্যকে হত্যা করেছে। প্রতিদিন গড়ে ইউক্রেনের ২ হাজার সেনা নিহত হয়েছে রাশিয়ার সেনা অভিযানে। খবর তাসের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ সেনা অভিযানে চলতি বছরের জুলাইয়ের ১ থেকে ৫ তারিখের মধ্যে ৯ হাজার ৮৭৫ জন, ৬ থেকে ১২ তারিখের মধ্যে ১৪ হাজার ৭০ জন, ১৩ থেকে ১৯ তারিখের মধ্যে ১৩ হাজার ৭৫ জন এবং ২০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ২৩ হাজার ৬১০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।   

এর ফলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী কেবল জুলাই মাসেই রুশ সেনাদের হাতে প্রাণ হারিয়েছে ৬০ হাজার ৬৩০ জন ইউক্রেনীয় সেনা। ইউক্রেনের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে দেশটি তাদের সবচেয়ে বেশি সেনা খুইয়েছে।