বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভে উত্তাল রাজধানীর বিভিন্ন এলাকা। রাজধানীর প্রেস ক্লাব মোড়ে রাস্তায় পুলিশের একটি এপিসিতে (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) লাল রঙ দিয়ে ‘ভুয়া’ লেখেন আন্দোলনকারীরা। শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাঁচে লাল রং স্প্রে করে দেন কয়েকজন আন্দোলনকারী।
পুলিশের গাড়িতে লাল রঙের কারণ হিসেবে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘তারা আমাদের রক্ত নিয়েছে। আমরা তো শুধু লাল রঙ দিয়েছি।’
ভেতরে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন,‘আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি।’
প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে শেষে একটি মিছিল বের হয়। দোহযাত্রার ব্যানারে এই মিছিলটি কদম ফোয়ারা, হাইকোর্টে মোড়, টিএসি হয়ে শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়। এতে অংশ নেন কয়েক হাজার শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন পেশার নাগরিক সমাজ।
শহীদ মিনার থেকে আগামী রোববার বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ যখন প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি নিয়ে শহীদ মিনারের উদ্দেশে রওয়ানা হয়, তখন প্রেস ক্লাব, কদম ফোয়ারা, শিক্ষাভবন ও হাইকোর্টে মোড়ে কয়েক আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।