হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্তহত্যার পর গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আগেই ইসরায়েলে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এবার ইরানে সব ধরনের বিমান চলাচল বন্ধের ঘোষণা দিল তুরস্ক। তার্কিশ এয়ারলাইন্স শুক্রবার ইরানের সঙ্গে বিমান চলাচল বন্ধের এ ঘোষণা দেয়। তবে, শনিবার ভোরে ইরানের কয়েকটি বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। ইরান-ইসরায়েলের মধ্য চলা চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তুরস্ক এ সিদ্ধান্ত নিয়েছে। খবর আনাদোলুর।
এদিকে, কাতারে শুক্রবার (২ আগস্ট) দেশটির বৃহত্তম মসজিদ ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে ইসমাইল হানিয়ার দ্বিতীয় জানাজা শেষে দোহার উত্তরে লুসাইল এলাকার একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। হানিয়া হামাসের রাজনৈতিক কার্যালয়ের অন্যান্য সদস্যদের সঙ্গে কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন।
ইসমাইল হানিয়ার প্রথম জানাজা বৃহস্পতিবার (১ আগস্ট) ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। হামাস প্রধানের জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হানিয়াকে গুপ্তহত্যার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস। এই হামলার প্রতিশোধ নিতে ইতোমধ্যে ইসরায়েলকে কড়া হুঁশিয়ার বার্তা দেয়া হয়েছে ।