ইসরায়েলের রাজধানী তেল আবিবের হলন উপশহরে ছুরি নিয়ে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এছাড়া পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের। রোববার সকালের ব্যস্ত সময়ে ছুরি হামলার এই ঘটনা ঘটে। ইসরায়েলি কর্তৃপক্ষ হামলাকারীকে পশ্চিম তীরে বসবাসকারী ‘ফিলিস্তিনি’ বলে দাবি করেছে।
হামলাটিকে জটিল ও ভিন্ন রকমের বলে মন্তব্য করেছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিসের মেগান ডেভিড আদম। হামলাকারী নিহত হওয়ার আগে কমপক্ষে তিন স্থানে ছুরি নিয়ে হামলা করে বলেও জানান তিনি।
অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হলনের একটি পেট্রল পাম্পের কাছে হামলাকারী লোকজনকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। এতে রিনা দানিভ (৬৬) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সত্তোরর্ধ এক পুরুষ হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়া হামলায় নিহত রিনা দানিভের স্বামী ও এক তরুণ আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের মুখপাত্র এলি লেভি বলেছেন, হামলাকারীকে ঘটনাস্থলেই দ্রুত নিষ্ক্রিয় করেছে আমাদের একজন কর্মকর্তা। এদিকে পুলিশ এক বিবৃতিতে বলেছে, ঘটনাস্থলে প্রচুর পুলিশ উপস্থিত আছে। একটি হেলিকপ্টার ও অন্যান্য উপাদান ব্যবহার করে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।