বিমানবন্দর থেকে লাগেজ হারিয়ে যাওয়া— পৃথিবীর অনেক বিমানবন্দরের জন্যই এটা খুব অস্বাভাবিক ঘটনা। এমনকি বিশ্বের নামী বিমানবন্দরগুলোতেও মাঝেমধ্যেই এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
অনেক বিমানবন্দরে ৫-১০ বছরেও হয়তো লাগেজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে না। কিন্তু তাই বলে কোনো বিমানবন্দর থেকে গত ৩০ বছরে একটি লাগেজও খোয়া যায়নি— এটা অবাক হওয়ার মতোই বিষয়। কিন্তু জাপানের কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (কেআইএক্স) কর্তৃপক্ষ এমনটাই দাবি করেছে।
জাপানের সপ্তম ব্যস্ততম এই বিমানবন্দরের কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৯৪ সালের সেপ্টেম্বরে চালু হওয়ার পর থেকে যাত্রীদের একটি লাগেজ বা ব্যাগও এই বিমানবন্দর থেকে হারায়নি। এই বিমানবন্দর দিয়ে প্রতি বছর গড়ে ২-৩ কোটি মানুষ যাতায়াত করে।
তবে বিমানবন্দরের কর্মীরা না কি এই অর্জনকে বিশাল কিছু মনে করছেন না! কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জনসংযোগ কর্মকর্তা কেনজি তাকানিশি সিএনএনকে বলেন, আমাদের এমন মনে হয় না যে বিশেষ কিছু করেছি।
অবশ্য যুক্তরাজ্যভিত্তিক বিমান পরিবহনের র্যাঙ্কিং ও রেটিং ওয়েবসাইট স্কাইট্র্যাক্স এপ্রিলে কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে ব্যাগেজ ডেলিভারির দিক থেকে বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি দিয়েছে।
উল্লেখ্য, ওসাকা উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে গড়ে ওঠা কানসাই বিমানবন্দর ওসাকা, কিয়োটো এবং কোবে এলাকার যাত্রীদের সেবা দিচ্ছে। ২০২৪ সালে কানসাই সবকিছু মিলিয়ে বিশ্বের ১৮তম সেরা বিমানবন্দর নির্বাচিত হয়।
সূত্র: সিএনএন