ঢাকা | বঙ্গাব্দ

বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে হুমকি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মঙ্গলবার ইসরায়েলের জঙ্গিবিমান বৈরুতে হামলা চালায়।
  • | ০৭ আগস্ট, ২০২৪
বৈরুতে ইসরায়েলের বিমান হামলা ইসরায়েলি বিমানের হামলা

লেবাননের রাজধানী বৈরুতে শব্দের চেয়ে দ্রুত গতির বোমা দিয়ে হামলা করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। খুব নিচু দিয়ে উড়ে গিয়ে ওই হামলা করে ইসরায়েল। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে হুমকি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মঙ্গলবার ইসরায়েলের জঙ্গিবিমান বৈরুতে হামলা চালায়। খবর আরব নিউজের।

ইসরায়েলের হামলার আগে মঙ্গলবার হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে দফায় দফায় ড্রোন ও রকেট হামলা চালায়। গত সপ্তাহে লেবাননে হিজবুল্লার ঘাঁটিতে ইসরায়েলের হামলায় এক শীর্ষ কমান্ডার নিহতের ঘটনার জবাবে সোমবার ও মঙ্গলবার হিজবুল্লাহ ওই হামলা চালায়। তবে এমন হামলা আরও চলবে বলেও ইসরায়েলকে সতর্ক করেছে হিজবুল্লাহ।

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি বন্দরনগরীর কাছে দুটো সামরিক স্থাপনায় সামরিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। আরেকটি জায়গাতেও ইসরায়েলি সামরিক যানে তারা হামলা করেছে বলে জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীও বলেছে, লেবানন থেকে আসা হামলাকারী একাধিক ড্রোন তারা শনাক্ত করেছে এবং একটিকে বাধা দিয়েছে।

ইসরায়েলের চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, নাহারিয়া উপকূলীয় নগরীর দক্ষিণের হাসপাতালে নেওয়া হয়েছে ৭ জনকে। একজনের অবস্থা গুরুতর। এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাইস আল জাবাল শহরের কাছে ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

ইসরায়েলি সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত মাইস আল জাবাল শহরটি ইসরায়েলি বোমা হামলার মূল কেন্দ্রবিন্দু হওয়ায় এখানকার বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান ও লেবানন।