চাকরিতে স্থায়ীকরণের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে আনসার বাহিনী।
আজ রোববার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে সুপ্রিম কোর্টের সামনের সড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করে করে কয়েক শ আনসার সদস্যরা।
অভিযোগ করে আনসার সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ক্রান্তিকালে দেশের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে আনসাররা। কিন্তু আনসার বাহিনীর ব্যাটালিয়ানের সদস্যরা চাকরিতে স্থায়ী হলেও আনসারদের করা হয়নি।
এছাড়া চাকরিতে প্রবেশের পর তাদের কোন সরকারি সুযোগ সুবিধাতো দুরের কথা প্রয়োজন হলে তাদের কাজে লাগানো হয় আবার প্রয়োজন না হলে তাদের বাড়িতে গিয়ে বেকার হয়ে থাকতে হয়। দীর্ঘ দিনের এই অবহেলা থেকে মুক্তি চান আনসার সদস্যরা।