ইরানের হুমকির পর ইসরায়েলের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত যুক্তরাষ্ট্র। এমতাবস্থায় ইহুদিবাদী দেশটিকে রক্ষায় মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল বহণকারী সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে ফোন করে এ পদক্ষেপের কথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। খবর আনাদোলুর।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন রোববার এ তথ্য জানিয়েছে। পেন্টাগন জানায়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়য়াভ ক্যালেন্টকে ফোন করে নিশ্চিত করেন, তেলআবিবকে রক্ষায় গাইডেড মিসাইলবাহী একটি সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েলকে রক্ষায় যা করা দরকার, তা সবই করবে যুক্তরাষ্ট্র।
এতে আরো বলা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রহাম লিংকন ও ইউএসএস রোসোভেল্টকেও সেন্টাল কমান্ড এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোতে প্রয়োজনীয় সংখ্যক গাইডেড মিসাইল ও এফ-৩৫সি যুদ্ধবিমান তোলারও নির্দেশ দিয়েছেন অস্টিন। গাইডেড মিসাইল বহণকারী সাবমেরিন ইউএসএস জর্জিয়াকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পেন্টাগন আরো জানিয়েছে, ইরান ও লেবাননের হিজবুল্লাহর হুমকির পর চরম নিরাপত্তাহীনতায় ভোগছে ইসরায়েল। এ নিয়ে গোটা মধ্যপ্রচ্যেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই ওই সাবমেনির পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।