সদ্য শেষ হওয়া ইউরোয় স্পেনের হয়ে আলো ছড়িয়েছেন নিকো উইলিয়ামস। তাতে আলোচনায় উঠে আসে স্পেনিয়ার্ড উইঙ্গারের ভবিষ্যৎ। অ্যাটলেটিকো বিলবাওয়ের তারকাকে দলে টানতে মরিয়া বার্সেলোনা। আগ্রহী পিএসজিও।
২২ বছর বয়সী নিকোর চুক্তিতে রিলিজ ক্লজ রয়েছে ৫৮ মিলিয়ন ইউরোর। চুক্তির মেয়াদ শেষের আগে এই অর্থ পরিশোধ করে তাকে টানতে পারবে বার্সা বা যেকোনো ক্লাব। তবে ইউরোয় ফর্মের তুঙ্গে থাকা নিকোর সঙ্গে সবচেয়ে বেশি আসছে বার্সার নাম। যদিও আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বড় ট্রান্সফার ফি দিয়ে খেলোয়াড় কিনতে বেগ পেতে হচ্ছে ক্লাবটিকে।
ইউরোপের সংবাদমাধ্যমে খবর, পিএসজির স্পেনিয়ার্ড কোচ লুইস এনরিকেও চাচ্ছেন উইলিয়ামসকে। তার জন্য প্রয়োজনে বার্সার দ্বিগুণ অর্থ ব্যয় করতে রাজি প্যারিসের ক্লাবটি। অবশ্য এপর্যন্ত দলবদল নিয়ে কোনো কথা বলেননি উইলিয়ামস।