ঢাকা | বঙ্গাব্দ

মোনাকোর কাছে বিধ্বস্ত বার্সেলোনা

হুয়ান গ্যাম্পার ট্রফিতে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। সোমবার (১২ আগস্ট) অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোনাকোর কাছে ৩-০ গোলে হেরেছে ফ্লিকের শিষ্যরা।
  • | ১৩ আগস্ট, ২০২৪
মোনাকোর কাছে বিধ্বস্ত বার্সেলোনা হার দিয়েই প্রাক মৌসুম শেষ করল বার্সা।

নতুন মৌসুম শুরুর প্রস্তুতি শেষ করেছে বার্সেলোনা। তবে শেষটা ভালো হয়নি। হুয়ান গ্যাম্পার ট্রফিতে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। সোমবার (১২ আগস্ট) অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোনাকোর কাছে ৩-০ গোলে হেরেছে ফ্লিকের শিষ্যরা।


তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। মোনাকোর হয়ে গোল তিনটি করেন লামিনে কামারা, ব্রিট এমবোলো ও ক্রিশ্চিয়ান মাউইসা। এ হারের মাঝ দিয়ে ২০১২ সালের পর বার্সেলোনা কোনো মৌসুম শুরুর আগে সবশেষ ম্যাচে প্রথমবারের মতো হারের মুখ দেখলো। ২০১২ সালে তারা সর্বশেষ সাম্পদোরিয়ার বিপক্ষে হেরেছিল।


এই হারের ফরে হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা নতুন মৌসুমটা মিশ্র অভিজ্ঞতা নিয়ে শুরু করতে যাচ্ছে। প্রাক মৌসুমের প্রস্তুতিতে হিসেবে এর আগে বার্সেলোনা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেলেও এসি মিলানের কাছে হেরে যায়।


বার্সেলোনা অবশ্য এ ম্যাচে একাধিক নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয়েছিল। রোনালদো আরাজাউ, পেদ্রি, গাভি, ফ্রেঙ্কি ডি জং ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন।


আগামী শনিবার বার্সেলোনা নতুন লা লিগা মৌসুম শুরু করবে। এ দিন তারা ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে। মোনাকোর কাছে হারের ঘটনা মৌসুমের প্রথম ম্যাচ বার্সেলোনার জন্য যথেষ্ঠ উদ্বেগ ছড়াবে। কেননা বেশির ভাগ সময় বার্সেলোনাকে ভ্যালেন্সিয়া বাধা পার হতে যথেষ্ঠ ভুগতে হয়।