সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করা শেখ হাসিনার বিচার ও শিক্ষা প্রতিষ্ঠানে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) বিকেলে আনন্দমোহন কলেজের সামনে থেকে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে নগরের টাউন হল মোড়ে যায়। সেখানেও যোগ দেয় আরেকদল শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আন্দোলনকারীরা জানান, সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে ভাইয়েরা শহীদ হয়েছেন তার বিচার করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে সেক্টরে যারা দায়িত্বপালন করা অবস্থায় হত্যার ঘটনাগুলো হয়েছে তাদের শনাক্ত করে প্রচলতি আইনের আওতায় বিচার করতে হবে।
এসময় তারা শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে দ্রুত দেশে ফেরত এনে বিচারের দাবিও জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনোয়ার হোসেন বলেন, যে পর্যন্ত হত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে ফাঁসি না দেওয়া হবে সে পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে। যারা যেভাবে জড়িত তাদের সেভাবে বিচারের আওতায় এনে দেশের আদালতে বিচার করতে হবে। ছাত্রদের যে রক্ত ঝড়েছে তার হিসাব চাইবো এবং প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো।