কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। মাঠে ফেরা হয়নি এখনও। মহাতারকা ফরোয়ার্ডকে কলম্বাস ক্রুর বিপক্ষেও পাচ্ছে না ইন্টার মিয়ামি। চোটের ধরন বিবেচনায় মাঠে ফিরতে কত সময় লাগতে পারে মেসির সেটিও বলা সম্ভব হচ্ছে না, জানিয়েছেন কোচ টাটা মার্টিনো।
চ্যাম্পিয়ন্স লিগস কাপে বুধবার (১৪ আগস্ট) শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাসের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে মাঠের লড়াই।
তার আগে মেসি প্রসঙ্গে কোচ মার্টিনো বলেছেন, ‘লিও প্রত্যাশিতভাবেই অগ্রসর হচ্ছে, তবে কখন দলের সঙ্গে পুনরায় যোগ দিতে পারবে তা নিয়ে এখনও নির্দিষ্ট কোনো তারিখ নেই। এখনও মূল দলের বাইরে থেকে আলাদাভাবে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।’
‘যখন সবাই এই জিনিসটি (মেসির অভাব) উপলব্ধি করে, তখন আমরা আসলেই অনেকবেশি নির্ভরযোগ্য এবং সত্যিই প্রতিযোগিতার যোগ্য হয়ে যাই। আমাদের প্রধান লক্ষ্য হল লিওর পরিস্থিতি যতদ্রুত সম্ভব সমাধান করা। তার অনুপস্থিতিতে আমাদের প্রতিযোগিতা বজায় রাখতে হবে।’
মাসখানেক আগে কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে চোট পান মেসি। আর্জেন্টিনা অধিনায়ক দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন। তাকে ছাড়া ম্যাচে বাকি অংশ খেলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম বারের মতো কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই থেকে মাঠের বাইরে মেসি। এখনো মিয়ামির হয়ে অনুশীলন শুরু করতে পারেননি বিশ্বজয়ী।