গ্রিসের রাজধানীর এথেন্সের উপকণ্ঠে ভয়াবহ দাবানলে একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, সোমবার উত্তর এথেন্সের ভ্রিলিসিয়া শহরের একটি দোকানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেটি এক নারীর বলে ধারণা করা হচ্ছে।
দাবানলের কারণে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল হুমকির মধ্যে থাকায় হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত আগুন অব্যাহত থাকবে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মুখপাত্র ভ্যাসিলিওস ভাথ্রাকোগিয়ানিস বলেন, উত্তর-পূর্ব অ্যাটিকা অঞ্চলে অনেকগুলো ‘সক্রিয় হটস্পট’ রয়েছে। তবে মঙ্গলবার এই অবস্থার উন্নতি হবে বলে কিছু লক্ষণ দেখা গেছে। গ্রিস সবেমাত্র উষ্ণতম জুন এবং জুলাই অনুভব করেছে।
আগুন নেভাতে সাত শ’র বেশি অগ্নিনির্বাপক কর্মী, ১৯৯টি ফায়ার ইঞ্জিন এবং ৩৫টি ওয়াটারবোম্বিং এয়ারক্রাফ্ট কাজ করছে, যা প্রথম রোববার বিকেলে এথেন্স থেকে ৩৫ কিমি উত্তরে শুরু হয়। সোমবার রাত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানগুলো অবতরণ করতে বাধ্য হয়, তবে স্থল অভিযান চলে রাত পর্যন্ত। এথেন্সের লোকজন ধোঁয়া থেকে নিজেদের রক্ষার জন্য মুখোশ পরেছে।