লা লিগায় গেল মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের শিরোপা জয়ের পেছনের নায়ক এই উইঙ্গার। তাকে নিয়ে ক্লাবগুলোর আগ্রহও কম না। এবার এলো নতুন খবর, সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন ভিনিসিয়াস।
রিয়াল মাদ্রিদ তারকার জন্য ৫ বছরে ১ বিলিয়ন ডলারের বিশাল প্রস্তাব নিয়ে হাজির হয়েছে সৌদি ক্লাবটি। শুধু ফুটবলেই নয়, ভিনিকে আর্থিক-সামাজিক আরও বিভিন্ন দিক থেকে লোভনীয় সব প্রস্তাব দিয়ে রেখেছে তারা। সবকিছু এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এ ব্যাপারে এখনও কিছু বলেনি রিয়াল মাদ্রিদ।
২০৩৪ সালে নিজেদের মাটিতে আয়োজন করতে চলা বিশ্বকাপ সামনে রেখে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি সরকার। ভিনিকে কেনার উদ্যোগও সেই পরিকল্পনার অংশ, এমন খবর গণমাধ্যমে।