প্রবাদ রয়েছে শুরা (মদ) যত পু্রনো হয় তার কদর তত বাড়ে, বাড়ে তার মূল্যও। কিন্তু সেই মদ যদি পাঁচ হাজার বছরের আগের তৈরি হয়! তবে তা গলানো সোনার মতোই দামি। আর এবার সেই ‘তরল সোনা’ই মিললো। একজন মিশরীয় রানীর সমাধিতে অনুসন্ধানের সময় গবেষকেরা হঠাৎ করেই এই রাজকীয় পানীয় ভান্ডারটি খুঁজে পান। তাদের অনুমান করা হয়, মৃত্যুর পর যাতে রানীর সুরার অভাব না হয় তাই প্রচুর পাত্র ভর্তি করে রেখে দেয়া হয়েছিল সমাধিতে।
প্রায় ৫০০০ বছর আগে মিশরের রানী মেরেট-নিথকে অ্যাবিডোসে সমাহিত করা হয়। রানী মেরেট-নিথই একমাত্র নারী যাকে রাজকীয় সমাধিস্থলের মধ্যে একটি পৃথক সমাধিতে রাখা হয়। গবেষকেরা আরো জানান, তিনি সেই যুগের সবচেয়ে প্রভাবশালী নারী ছিলেন। এমনকি তিনি মিশরের প্রথম নারী ফারাও হতে পারেন বলে মনে করা হচ্ছে।
গবেষকেরা তার সমাধি পরীক্ষা করে বহু নিদর্শন আবিষ্কার করেছেন। যার মধ্যে মদের পাত্রগুলোও পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদ ক্রিস্টিয়ানা কোলার জানিয়েছেন, মদের পাত্র ছাড়াও আঙুরের বীজ এবং স্ফটিক পাওয়া গেছে। তিনি আরো জানিয়েছেন, পাত্রে থাকা মদ জমাট বেঁধে রয়েছে এবং এটি লাল বা সাদা ছিল কিনা তা সঠিক ভাবে জানা সম্ভব হয়নি।