বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসায় ভারতে ইলিশের রপ্তানি বন্ধ রয়েছে। এ অবস্থায় লাফিয়ে বাড়ছে ইলিশের দাম। মঙ্গলবার (১৩ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে। কলকাতার মাছ ব্যবসায়ী শঙ্কর পল বলেছেন, ‘বাংলাদেশী ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে, তাই দাম বাড়বে। আমরা ইতিমধ্যেই অবৈধভাবে আসা এক কেজি ইলিশ ১৮০০ রুপিতে বিক্রি করছি।’
পশ্চিমবঙ্গের পরে ইলিশের সংকট সবচেয়ে বেশি দেখা দিয়েছে ত্রিপুরায়। সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে ইলিশের। রাজ্যটিতে বন্ধ হয়ে গেছে ইলিশের সরবরাহ। আগরতলার মাছ বিক্রেতা তাপস সরকার জানান, ‘সরবরাহ কমে গেছে তাই আমাদের দাম বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘আজ, প্রতি কেজি ১৬০০ টাকায় ইলিশ কিনেছি। আগে এটি ১৫০০ টাকা এমনকি ১৪০০ টাকাও ছিল... শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের দামও বেড়েছে বাংলাদেশ থেকে না আসায়।’