ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনের প্রতি পুতিনের সমর্থন

পুতিন বলেন, আমরা অবশ্যই খুবই বেদনা আর উদ্বেগ নিয়ে ফিলিস্তিনে নেমে আসা এই মানবিক বিপর্যয় লক্ষ্য করছি।
  • | ১৪ আগস্ট, ২০২৪
ফিলিস্তিনের প্রতি পুতিনের সমর্থন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে সফরে থাকা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে প্রিয় নেতা ও প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন। মস্কোতে মঙ্গলবার দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে পুতিন আরো বলেছেন, ফিলিস্তিনের জনগণের দুর্দশায় মস্কো ব্যথিত। আর তাদের পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র সৃষ্টির আকাঙ্খাকেও মস্কো সমর্থন করে। খবর তাসের।

পুতিন বলেন, ইউক্রেনে নিজেদের যুদ্ধের নানা চাহিদার মধ্যেও রাশিয়া মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর দিকে নজর রাখছে। তবে রাশিয়ার পশ্চিমাঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ এবং এক সপ্তাহ ধরে চলা লড়াইয়ের বিষয়টি পুতিন তার কথায় সরাসরি উল্লেখ করেননি।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, আব্বাসের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, সবাই ভালভাবেই জানে রাশিয়াকে আজ দুঃখজনকভাবে হাতে অস্ত্র নিয়ে নিজেদের স্বার্থ ও জনগণকে রক্ষা করতেই হচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, ফিলিস্তিনে কি হচ্ছে, সেটিও আমাদের পক্ষ থেকে নজর এড়িয়ে যাচ্ছে না। তিনি বলেন, আমরা অবশ্যই খুবই বেদনা আর উদ্বেগ নিয়ে ফিলিস্তিনে নেমে আসা এই মানবিক বিপর্যয় লক্ষ্য করছি।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় গেছেন আব্বাস। বুধবার পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য আঙ্কারা যাবেন।

মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠককালে আব্বাস বলেন, আপনি ফিলিস্তিনি জনগণের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন। আমরা রাশিয়াকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি। আপনার সমর্থনও হৃদয়ঙ্গম করতে পারি। ইসরায়েল যেসব বর্বর ও অমানবিক কর্মকাণ্ড চালাচ্ছে তা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের একজন রাশিয়াকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বলে আব্বাস উল্লেখ করেন।

রাশিয়ার সঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েল উভয়েরই দীর্ঘদিনের সম্পর্ক। কিন্তু গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মস্কো হামাস প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করায় এবং ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখানোয় রাশিয়ার ওপরে ইসরায়েল নাখোশ।