ঢাকা | বঙ্গাব্দ

চাঁদা দাবি করায় ছাত্রলীগ নেত্রীকে কানে ধরিয়ে উঠবস

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ হোস্টেল শিক্ষার্থীদের কাছে চাঁদা দাবি করায় কলেজ শাখা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক জেরিন বিশ্বাসকে আটকে কান ধরে ওঠসব করানোর পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
  • | ১৫ আগস্ট, ২০২৪
চাঁদা দাবি করায় ছাত্রলীগ নেত্রীকে কানে ধরিয়ে উঠবস ফাইল ছবি

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ হোস্টেল শিক্ষার্থীদের কাছে চাঁদা দাবি করায় কলেজ শাখা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক জেরিন বিশ্বাসকে আটকে কান ধরে ওঠসব করানোর পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি চাঁদাবাজি মামলাও হয়েছে।


আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বুধবার দুপুরের দিকে সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রী হোস্টেলের সামনে এই ঘটনা ঘটে।


অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী ওই কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। ছাত্রলীগের এই নেত্রীর কানধরে ওঠসব করানোর ভিডিও সোস্যাল মিডিয়ায় (ফেসবুক) মুহূর্তেই ছড়িয়ে পড়ে।


জানা গেছে, বুধবার দুপুরে ছাত্রলীগের এই নেত্রী ছাত্রী হোস্টেলে গিয়ে কয়েকজন শিক্ষার্থীর কাছে ১৫ আগস্ট শোক দিবসের কথা বলে ১০০ টাকা ও ওয়াইফাই বিল দাবি করে। পরে হোস্টেলে থাকা ছাত্রীরা তাকে চাঁদা দেবে না বলে জানায়। এরপর হোস্টেলের ছাত্রীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বিষয়টি জানায়। তারা কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী জেরিনকে কানধরে ওঠ বস করানোর পরে পুলিশের কাছে সোপর্দ করে।


এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী জেরিন বিশ্বাসের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা হয়েছে। আজকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।