দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে খুলনায় ৫ বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া নেতারা হলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য মঈদুল হক, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য খায়রুল ইসলাম, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য নুর আলম ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান।
গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান।
তিনি জানান, খুলনা নগর বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম (মনা) ও সদস্যসচিব শফিকুল আলম (তুহিন)।
এদিকে খুলনার পাইকগাছা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমানকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্যসচিব এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মশিয়ারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।
গত ১১ আগস্ট নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকে কারণ দর্শানো নোটিশ দেয় নগর বিএনপি।