কিছুদিন আগে সিদ্ধান্ত আগে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের। কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর পুলিশের চালানো নির্বিচার গুলির পর বাহিনীটির ওপর ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। যারপরনাই পুলিশকে ঢেলে সাজাতে আসে এমন সিদ্ধান্ত।
এবার জানা গেল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পোশাকেও আসছে পরিবর্তন। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বিশেষায়িত এই বাহিনীর নতুন পোশাকের রং, নকশাসহ সার্বিক বিষয় চূড়ান্ত করতে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তারা এ বিষয়ে তাদের মতামত দেন। এ সময় র্যাবের নতুন পোশাকের রং ও নকশা নিয়েও পরামর্শ দেন কর্মকর্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি সূত্র অনুযায়ী জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পোশাক একটি বিশেষ মানসিকতা তৈরি করে। সে কারণেই র্যাবের ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান এ বিষয়ে বলেছেন, ‘র্যাবের পোশাক পরিবর্তনের জন্য আমরা কাজ শুরু করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবেই কাজ চলছে।’
পোশাক পরিবর্তনের কাজ শেষ হতে কতদিন লাগবে এ বিষয়ে র্যাবের ডিজি বলেন, ‘এটা নিয়ে অনেক কিছু পর্যালোচনা করতে হবে। এসব কাজ করতে যত দিন লাগে তত দিনই সময় নেব।’
উল্লেখ্য, ২০০৪ সালে র্যাব গঠন করার প্রক্রিয়া শুরু করে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার। ওই বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে এলিট ফোর্স র্যাবের আত্মপ্রকাশ ঘটে। মূলত দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এটি গঠন করা হয়।