ঢাকা | বঙ্গাব্দ

কলকাতায় মৌমিতা ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
  • | ১৭ আগস্ট, ২০২৪
কলকাতায় মৌমিতা ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন সংগৃহীত

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে জেলার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক মকবুল আহমেদ মারুফ, শাহ আলম পালোয়ান, মেহেরুন্নেসা মুনিয়া প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় প্রতিবেশী দেশ ভারতের শিক্ষার্থীরা আমাদের আন্দোলনে সমর্থন জুগিয়েছিল। তাই নৈতিক ও মানবিক কারণে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।


এসময় বক্তারা কলকাতায় নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান।


গত ৯ আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন ওই হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনার প্রতিবাদে ভারতজুড়ে জ্বলছে বিক্ষোভের আগুন।