ঢাকা | বঙ্গাব্দ

শাকিবের বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পেছাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই ঢাকাই সিনেমায় নেমে এসেছিল স্থবিরতা। নতুন সিনেমার মুক্তি থেকে শুরু করে শুটিংও বন্ধ রয়েছে দীর্ঘদিন। এরমধ্যে শাকিব খান অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পিছিয়ে গেছে।
  • | ১৯ আগস্ট, ২০২৪
শাকিবের বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পেছাল শাকিব খান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই ঢাকাই সিনেমায় নেমে এসেছিল স্থবিরতা। নতুন সিনেমার মুক্তি থেকে শুরু করে শুটিংও বন্ধ রয়েছে দীর্ঘদিন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একটু একটু করে চলছে নতুন সিনেমার পরিকল্পনা। তবে নির্ধারিত সময়ে হচ্ছে না অনেক সিনেমার শুটিং। 


এরমধ্যে শাকিব খান অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পিছিয়ে গেছে। 'বরবাদ' সিনেমার শুটিং হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের মাসের শেষের দিকে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং পিছিয়েছে। সিনেমাটি পরিচালনায় আছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকার কথা ভারতের নায়িকা ইধিকা পালের। 


শাকিব খানের আরেকটি সিনেমার নাম 'শের'। যার শুটিং হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বর মাসে। সেটিরও শুটিং পিছিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছর তারা পরিকল্পনা করবেন সিনেমাটির। এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত সিনেমা। 


শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। চলতি মাসের শেষের দিকে তার দেশে ফেরার কথা রয়েছে।