পূর্ণেন্দু পত্রীর ‘কথোপকথন’ কবিতাকে উপজীব্য করে নির্মাতা ইভান মনোয়ার সম্প্রতি একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। সোমবার ধানমন্ডি, সদরঘাট, গুলশানের বিভিন্ন লোকেশনে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটির চিত্রায়ণ করা হয়। ইভান এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা নাফিস ও অভিনেত্রী তানজিদা।
স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটির নির্মাণে নতুনত্ব রয়েছে দাবি করে নির্মাতা এক সাক্ষাৎকারে বলেন, ‘এই ধরণের নির্মাণশৈলী আশাকরি দর্শকদের ভালো লাগবে। দেশে ছাত্র-জনতার বিপ্লবের পর আমাদের ছবিতেও আমরা বিপ্লবকে ধরতে চেষ্টা করেছি।’
প্রসঙ্গত, নির্মাতা ইভান মনোয়ার প্রযোজনা প্রতিষ্ঠান আই থিয়েটারের ব্যানারে আগামী সপ্তাহে শুরু করতে যাচ্ছেন সমারসেট মমের গল্প অবলম্বনে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘লাঞ্চন’। এছাড়া মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অভিনেত্রী’। সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে। সিনেমার গল্প, দৌলতদিয়া দৌলতদিয়া যৌনপল্লীর একজন পতিতার সঙ্গে একজন চলচ্চিত্র নির্মাতার -প্রেম, প্রতারণা ও আত্মহননের গল্প।
নির্মাতা ইভান মনোয়ারের ছবি ‘প্যাসেঞ্জার’ গত বছর ইউরোপিয়ান ফিল্ম ফেস্ট এ বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড জিতে নেয়। এ বছর তিনি শাওমির গ্লোবাল ফিল্মমেকার নির্বাচিত হয়েছেন। বিটিভির ছোট ছবি বড় স্বপ্ন প্রজেক্টের জন্য তিনি ‘গ্রীন পাসপোর্ট’ নামে একটি শর্ট ফিল্মও নির্মাণ করছেন।