ঢাকা | বঙ্গাব্দ

মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার

কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনেল মেসি। সেই চোট কাটিয়ে এখনও পুরো ফিট হতে পারেননি তিনি। তাই মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
  • | ২০ আগস্ট, ২০২৪
মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার লিওনেল মেসি।

২০২৬ বিশ্বকাপে কনমেবল অঞ্চলে বাছাই পর্বের দুটি ম্যাচ আর্জেন্টিনা খেলবে আগামী সেপ্টেম্বর মাসে। ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে। এরপর ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার মাঠে খেলবে আলবিসেলেস্তেরা।


সোমবার (১৯ আগস্ট) ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। 


কোপা আমেরিকার ফাইনালে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনেল মেসি। সেই চোট কাটিয়ে এখনও পুরো ফিট হতে পারেননি তিনি। তাই মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।


গুঞ্জন ছিল পাওলো দিবালা ফিরতে পারেন দলে। তবে স্কালোনি কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেও দিবালাকে বিবেচনায় রাখেননি।


আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা চার ফুটবলার ডাক পেয়েছেন। তারা হলেন দুই ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে ও ভ্যালেন্তিন কাস্তেলানোস এবং দুই মিডফিল্ডার এজেকিয়েল ফার্নান্দেজ ও মাতিয়াস সোলে।


লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। 


আর্জেন্টিনার ২৮ সদস্যের দল


গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। 


ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালার্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো। 


মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ (চেলসি), জিওভান্নি লে সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল। 


ফরোয়ার্ড: নিকোলাস গনজালেজ, আলেহান্দ্রো গার্নাচো, মাতিয়াস সোলে, জুলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কার্বোনি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও ভ্যালেন্তিন কাস্তেলানোস।