ভারতে চলছে লোকসভা নির্বাচন। এবারও ঘাটালের প্রার্থী হয়েছেন গত দুইবারের সাংসদ দেব, চালাচ্ছেন প্রচারণা। আর সেই প্রচারণা চালাতে গিয়েই মৃত্যুর মুখে পড়েছিলেন তিনি। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি।
ঘটনা গতকাল শুক্রবারের। জানা যায়, মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায়। এতে ভয় পেয়ে যান অভিনেতাসহ তার সঙ্গে উপস্থিত টিম। পরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
ঘটনার বিষয়ে পরে দেব বলেন, মানুষের ভালোবাসায় ও আশীর্বাদে বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। এখন ভালো আছি। কারও প্রতি কোনো অভিযোগ নেই। পাইলটরা নিজের মতো করে সেরা চেষ্টা করেছে। মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে ধোঁয়া বেরোচ্ছিল। দুর্ঘটনা কারোর হাতে থাকে না। আমরা এখনও বেঁচে আছি, সেটা শুধু সেরা পাইলটদের জন্য।
তবে এ দুর্ঘটনার পর একটু ট্রমায় চলে যান দেব। তিনি বলেন, একটু ট্রমা তো হবে। এই টার্বুলেন্স, এই ধোঁয়া, গন্ধে মানসিক প্রভাব তো পড়েই। আর হেলিকপ্টারে চড়ার ইচ্ছে নেই।