ঢাকা | বঙ্গাব্দ

ধর্ষণ প্রতিবাদের মিছিলে শুভশ্রী

রীতিমতো গর্জে উঠেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। স্বরচিত কবিতা লিখে ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি।
  • | ২০ আগস্ট, ২০২৪
ধর্ষণ প্রতিবাদের মিছিলে শুভশ্রী শুভশ্রী গাঙ্গুলি

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এই চরম অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ। এই দলে আছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। রীতিমতো গর্জে উঠেছেন তিনি। স্বরচিত কবিতা লিখে ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি। যেখানে শুভশ্রী প্রশ্ন তুললেন, “সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? তাহলে ওরা কী করবে?”

এরপর হুঁশিয়ারি, “অনেক হয়েছে নোংরামি আর পাপ তাও নেই কোনো অনুতাপ। তাই তো ফেসবুক পোস্টে এর বন্যা- আমরা নাকি ‘পতিতা’ আর ‘নষ্টা’! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ!”

শুভশ্রীর এমন পোস্টেও কটাক্ষ করেছেন অনেকে। কেননা নায়িকার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী পশ্চিমবঙ্গের শাসক দলের ঘনিষ্ঠ। বিষয়টি মনে করিয়ে কেউ কেউ প্রশ্ন ছুড়েছেন, “তাহলে কি শাসক দল ছাড়ছেন তিনি?” যদিও সেসব কটাক্ষের কোনও প্রত্যুত্তর করেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়।