ঢাকা | বঙ্গাব্দ

সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’

মানুষজন তামাশা করে ডিবি অফিসের নাম দেন হারুনের ভাতের হোটেল। এই নামেই সিনেমা বানাবেন অভিনয় শিল্পী জাদু আজাদ।
  • | ২০ আগস্ট, ২০২৪
সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’ সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ

শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে যাদের নিয়ে বেশি আলোচনা হচ্ছে তাদের মধ্যে অন্যতম সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ। এরইমধ্যে বেরিয়েছে তার কুকর্মের যত খবর। এবার হারুনের কীর্তি উঠে আসছে রূপালী পর্দায়।

ডিবি প্রধান থাকাকালীন যত না তার কীর্তি নিয়ে আলোচনা হয়েছে তার চেয়ে বেশি চর্চায় থেকে ডিবি অফিসে বিভিন্ন শ্রেণীর লোকজন নিয়ে ভাত খাওয়ার দৃশ্য। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সিনেমার নায়িকাদের অনেককেই ডিবি অফিসে ভাত খাইয়েছেন হারুন। এতে মানুষজন তামাশা করে ডিবি অফিসের নাম দেন হারুনের ভাতের হোটেল। এই নামেই সিনেমা বানাবেন অভিনয় শিল্পী জাদু আজাদ।

সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘হারুনের ভাতের হোটেল’ সিনেমার নাম নিবন্ধন করেন জাদু আজাদ। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।’ কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখন চূড়ান্ত করেননি বলে জানালেন জাদু। তাঁর ভাষ্য, ‘এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’

৫ আগস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ সরকারের অপকর্ম নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণার হিড়িক লেগেছে। এরমধ্যে আয়না ঘর নিয়েই ৩ টি সিনেমা। বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’।