ঢাকা | বঙ্গাব্দ

ত্রিপুরায় বন্যায় ১০ জনের মৃত্যু

বন্যা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। ত্রিপুরায় সবশেষ ৪৮ ঘণ্টায় ভূমিধস ও অবিরাম বর্ষণে ডুবে একই পরিবারের তিনজনসহ ৯ জনের মৃত্যু হয়েছে।
  • | ২২ আগস্ট, ২০২৪
ত্রিপুরায় বন্যায় ১০ জনের মৃত্যু আশ্রয়কেন্দ্রে গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যায় বুধবার ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ৮ জেলার আশ্রয়কেন্দ্রে গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। এই বন্যায় ইতোমধ্যে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। খবর এনডিটিভির।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলায় এক কিশোরীসহ ১০ জন মারা গেছে। তারা আরো বলছেন, ত্রিপুরায় সবশেষ ৪৮ ঘণ্টায় ভূমিধস ও অবিরাম বর্ষণে ডুবে একই পরিবারের তিনজনসহ ৯ জনের মৃত্যু হয়েছে।

বন্যা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

সপ্তাহজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম ও মেঘালয় এবং ভারতে অন্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে।