হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকরের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে লেবাননের ইরানপন্থি এই সশস্ত্র সংগঠনটি। ৩০ জুলাই লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল বিমান হামলায় নিহত হন ফুয়াদ শোকর। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলের মধ্যাঞ্চলে গ্লিলট সেনাঘাঁটিতে অবস্থিত দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে রোববার (২৫ আগস্ট) ভোরে ভয়াবহ হামলা চালিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, রোববার ভোর ৫টার দিকে মোসাদের সদর দফতরসহ আরো ১১টি সামরিক ঘাঁটিতে একযোগে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। একইসঙ্গে শতশত ড্রোন দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলেও হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, প্রথম দফায় তারা ১১টি ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে ৩২০টি কাতিউশা রকেট ছুড়েছে। প্রথম দফার হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও দাবি করেছে লেবাননের সশস্ত্রগোষ্ঠীটি। তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি।