ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেনের ২৩০ বন্দী বিনিময়

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্দি বিনিময়ে রাশিয়ার ১১৫ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। এসব সেনাকে কুরস্ক অঞ্চল থেকে আটক করা হয়।
  • | ২৬ আগস্ট, ২০২৪
রাশিয়া-ইউক্রেনের ২৩০ বন্দী বিনিময় মুক্ত ইউক্রেনীয় সেনা

রাশিয়া ও ইউক্রেন ১১৫ জন করে মোট ২৩০ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে। রাশিয়ার কুরস্কে ইউক্রেন আক্রমণ শুরু করার দুই সপ্তাহের মাথায় এই বন্দীবিনিময় হলো। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় শনিবার (২৪ আগস্ট) এই যুদ্ধবন্দী বিনিময় হয়। খবর রয়টার্স।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্দি বিনিময়ের মাধ্যমে রাশিয়ার ১১৫ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। এসব সেনাকে কুরস্ক অঞ্চল থেকে আটক করে ইউক্রেন বাহিনী। মুক্তি পাওয়া সেনাদের সবাই এখন বেলারুশে আছেন। রাশিয়ায় ফেরার পর তাদের প্রথমে চিকিৎসা দেওয়া হবে, পরে পুনর্বাসন করা হবে। বন্দিবিনিময়ের ব্যবস্থা করার জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। ইউক্রেন ৬ আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার ভূখণ্ডের ভেতরে কোনো বিদেশি শক্তির এটিই সবচেয়ে বড় আক্রমণের ঘটনা।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মুক্তি পাওয়া ইউক্রেন বন্দীদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, মুক্তি পাওয়া সৈন্যরা ইউক্রেনের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন। জেলেনস্কি বলেন, আমাদের আরও ১১৫ জন যোদ্ধা আজ দেশে ফিরেছে। এরা ন্যাশনাল গার্ড, সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, স্টেট বর্ডার গার্ড সার্ভিসের সৈন্য।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবন্দী বিনিময়ের ব্যবস্থা করার কথা নিশ্চিত করে জানিয়েছে, তারা মধ্যস্থতা প্রচেষ্টা শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে বিনিময় করা যুদ্ধবন্দীর সংখ্যা এখন ১ হাজার ৭৮৮তে দাঁড়িয়েছে। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে এই নিয়ে আরব আমিরাতের মধ্যস্থতায় সপ্তমবারের মতো লড়াইরত দুই দেশের মধ্যে বন্দিবিনিময় হলো।

সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র হলেও রাশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে।