রাশিয়ায় অনুপ্রবেশ করে দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রুশ সামরিক বাহিনী রবিবার (২৫ আগস্ট) রাতে ২০০ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় দিনিপ্রোপেত্রোভস্ক, জাপরিঝিয়া, লুৎস্ক, খারকিভ ও কমপক্ষে ৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর বিবিসি।
দেশটির বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা ও গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এখনও তাদের আকাশ সীমায় অসংখ্য রুশ ড্রোন ঘুরে বেরাচ্ছে। বের কিছু ড্রোন কিয়েভের দিকে উড়ে গেছে। বিদ্যুতের পাশাপাশি রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের অসংখ্য পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, রোববার রাতভর শতাধিক ড্রোন ও শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে, রাশিয়া জানিয়েছে- তাদের অত্যাধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে।