ঢাকা | বঙ্গাব্দ

নতুন ব্যবস্থাপনায় আবার সম্প্রচারে সময় টিভি

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।
  • | ২৭ আগস্ট, ২০২৪
নতুন ব্যবস্থাপনায় আবার সম্প্রচারে সময় টিভি সময় টেলিভিশন

আদালতের নির্দেশ এক সপ্তাহ বন্ধ থাকার পর আবার সম্প্রচারে ফিরেছে সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভি। নতুনভাবে সম্প্রচারে আসার আগে টেলিভিশনটির ব্যবস্থাপনায়ও এসেছে পরিবর্তন। সোমবার (২৬ আগস্ট) রাত ১১:৫৯ মিনিট থেকে সময় টিভির নতুন যাত্রা শুরু হয়।

উচ্চ আদালতের নির্দেশে ১৯ আগস্ট থেকে সাত দিন স্যাটেলাইট সম্প্রচার বন্ধ ছিল সময় টিভি। আদালতের নির্দেশনা মোতাবেক পুনরায় স্যাটেলাইট সম্প্রচার শুরু হয়। আলোচিত চ্যানেলটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।

২০১১ সালের ১৭ এপ্রিল ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে সময় টিভি। সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের পক্ষে জোরালো অবস্থানের কারণে চ্যানেলটি সম্প্রতি তোপের মুখে পড়ে। ৫ আগস্ট সরকার পতনের দিন সময় টিভিতেও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।