ঢাকা | বঙ্গাব্দ

অভিষেক ম্যাচে গোল করে বার্সাকে জেতালেন অলমো

রায়ো ভায়েকানোর মাঠে মঙ্গলবার রাতে (২৭ আগস্ট) লিগ ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।
  • | ২৮ আগস্ট, ২০২৪
অভিষেক ম্যাচে গোল করে বার্সাকে জেতালেন অলমো সংগৃহীত

রায়ো ভায়োকানোর বিপক্ষে শুরুতেই গোল হজম করে বার্সেলোনা। প্রথমার্ধে বিবর্ণ পারফরম্যান্সের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় কাতালান ক্লাবটি। স্বপ্নের ক্লাব বার্সার জার্সিতে অভিষেকেই আলো ছড়ান দানি ওলমো। জয়সূচক গোলে দলকে পূর্ণ পয়েন্ট এনে দেন ২৬ বছর বয়সী স্পেনিয়ার্ড।


রায়ো ভায়েকানোর মাঠে মঙ্গলবার রাতে (২৭ আগস্ট) লিগ ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। উনাই লোপেজের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন পেদ্রি। শেষ দিকে লক্ষ্যভেদ করেন বদলি নামা ওলমো।


লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নীতির কারণে প্রথম দুই ম্যাচের আগে ওলমোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারেনি বার্সা। এসব সমাধান করে দুই ম্যাচ পর স্বপ্নের ক্লাবে যোগ দেন ওলমো। উচ্ছ্বসিত ওলমো বলেছেন, ‘সত্যিই আমি অনেক খুশি, প্রথম মাঠে নামতে পেরেছি এবং জয় নিয়েই মাঠ ছেড়েছি। স্বপ্নের দলে দারুণ এক অভিষেক।’


২০১৮ সালের পর প্রথমবার ভায়েকানোর মাঠে ম্যাচ জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচ শেষে নতুন শিষ্যদের নিয়ে ফ্লিক বলেছেন, ‘প্রথমার্ধের পর দল ঘুরে দাঁড়িয়ে, দ্বিতীয়ার্ধের শুরুটা বেশ ভালো করে। সে সময় ওলমো মাঠে ছিল। সে দুর্দান্ত করছে, প্রতিপক্ষকে ভালো চাপে রেখেছে। শেষ পার্থক্য গড়ে দিয়েছে।’


তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ভিয়ারিয়াল। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।