জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ সম্পর্কে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সাথে রিয়াদ পবিত্র এই স্থানটির ঐতিহাসিক ও আইনগত মর্যাদাকে সম্মান করারও আহ্বান জানিয়েছে।
উগ্র ও চরমপন্থী হিসাবে পরিচিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গুইয়ের এক বিবৃতিতে দাবি করেছেন, আল-আকসা মসজিদে সিনাগগ (ইহুদিদের উপাসনালয়) নির্মাণ করতে পারে, কেননা সেখানে ইহুদি ও মুসলমানদের জন্য আইন সমান। তিনি সেখানে একটি সিনাগগ নির্মাণ পরিকল্পনার কথা জানানোর পর থেকে এ বিতর্ক শুরু হয়। খবর আল-জাজিরার।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদ সম্পর্কে ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গুইয়েরের উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে, ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়-দায়িত্ব ইসরায়েলি কর্মকর্তাদেরকে নিতে হবে। একইসঙ্গে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে মানবিক বিপর্যয় অবসানের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসা মসজিদ সম্পর্কে আন্তর্জাতিক আইন বিরোধী উগ্র এই মন্ত্রীর বক্তব্যের নিন্দা করে বলেছে, ফিলিস্তিনে ইসলামের পবিত্র স্থাপনা রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্ডান সরকার। আল-আকসা মসজিদ ধ্বংস এবং সেখানে একটি ইহুদি উপাসনালয় নির্মাণের ধারণাটি ইহুদিবাদীদের বিশ্বাসের মধ্যে নিহিত এবং বছরের পর বছর ধরে চরমপন্থী ইহুদিরা এ বিশ্বাস লালন করে আসছে।