শনিবার ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দপ্তরের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা জানিয়েছে।
মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেখানকার ব্যবসায়ীদের স্বস্তি দিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্য ইকোনমিক টাইমসের খবর।
ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ৫৫০ ডলার। ভারতের, বিশেষ করে মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল, কারণ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অবশেষে প্রায় ছয় মাস পর নির্বাচনের ঠিক আগে পেঁয়াজ রপ্তানির ওপর এই নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত।
মহারাষ্ট্রের পেঁয়াজ ব্যবসায়ী এবং কৃষকেরা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য বারবার সরকারকে অনুরোধ করছিলো। সরকার দ্বিধান্বিত ছিলো এই ভয়ে যে রান্নার এই গুরুত্বপূর্ণ অনুষঙ্গটির রপ্তানি অভ্যন্তরীণ মূল্য বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে।
দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নির্বিঘ্ন রাখার কারণ দেখিয়ে গত বছরের ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী ভারত।