ঢাকা | বঙ্গাব্দ

আরব সাগরে নিম্নচাপ, পাক-ভারতে সতর্কতা

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে সেটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাত এবং পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানবে।
  • | ৩০ আগস্ট, ২০২৪
আরব সাগরে নিম্নচাপ, পাক-ভারতে সতর্কতা আজ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

আরব সাগরে গভীর নিম্নচাপ দেখা দিয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। এছাড়া বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে অনেক এলাকা বিদ্যুৎবিহীনও হয়ে পড়েছে। গুজরাতের উপকূলীয় শহর জামনগরের বাসিন্দা প্রভু রাম সোনি রয়টার্সকে জানিয়েছেন, দু’দিন ধরে তার এলাকায় বিদ্যুৎ নেই।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর সেটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাত এবং পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানবে। ইতোমধ্যে এ বিষয়ক সতর্কতা জারি করেছে দুই দেশের আবহাওয়া দপ্তর।

এদিকে নিম্নচাপের প্রভাবে গুজরাতের বিভিন্ন উপকূলীয় এলাকায় প্রায় দু’দিন ধরে চলছে ব্যাপক বর্ষণ। ভারী ও টানা বর্ষণের কারণে নদী-নালা ও অন্যান্য জলাশয়ের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়। বন্যায় ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জামনগর ছাড়াও গুজরাটের ভারুচ, কুচ ও সুরাট জেলায় ভারী বর্ষণ হচ্ছে বলে জানা গেছে।