চলতি বছরের প্রথমার্ধে জাপানে প্রায় ৪০ হাজার মানুষ তাদের বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছে। দেশটির পুলিশের একটি প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যমতে, এদের মধ্যে প্রায় ৪ হাজার লোকের মরদেহ মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে পাওয়া গেছে বা জানা গেছে তারা মৃত্যুবরণ করেছেন। ১৩০ জনের দেহ পাওয়া যায় এক বছর পরে। জাতিসংঘের মতে, জাপানে বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠী বাস করে। সংস্থাটি আশা করছে, তাদের প্রতিবেদন দেশটির বৃদ্ধ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান ইস্যু তুলে ধরবে, যারা একাকী বেঁচে থাকে এবং মারা যায়।
২০২৪ সালের প্রথমার্ধ থেকে নেওয়া ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যে দেখা যায়, মোট ৩৭ হাজার ২২৭ জন নিঃসঙ্গ অবস্থায় মারা গেছে। এদের বয়স ৬৫ বা তার বেশি ছিল। মৃত্যুর এক দিনের মধ্যে তাদের দেহ বাড়িতে পাওয়া গেছে। প্রায় তিন হাজার ৯৩৯টি মৃতদেহ মৃত্যুর এক মাসেরও বেশি সময় পরে আবিষ্কৃত হয়েছে। মারা যাওয়া এই ব্যক্তিদের মধ্যে সাত হাজার ৪৯৮ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। পাঁচ হাজার ৯২০ জন ছিলেন ৭৫-৭৯ বছর বয়সী এবং ৭০ থেকে ৭৪ বছর বয়সী ছিলেন পাঁচ হাজার ৬৩৫ জন।