ঢাকা | বঙ্গাব্দ

২২ আরোহীসহ রুশ হেলিকপ্টার নিখোঁজ

এই হেলিকপ্টারটি ১৯৬০ এর দশকে ডিজাইন করা। রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দুই ইঞ্জিনচালিত এই হেলিকপ্টারটি।
  • | ৩১ আগস্ট, ২০২৪
২২ আরোহীসহ রুশ হেলিকপ্টার নিখোঁজ ঘন কুঁয়াশায় তল্লাশি ও উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে।

রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের আকাশে ২২ জন আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে তিনজন ক্রু সদস্য এবং ১৯ জন যাত্রী। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির বরাত দিয়ে শনিবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে দেশটির বেসরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, এমআই-৮টি হেলিকপ্টারটি শনিবার ভচকাজেতাস আগ্নেয়গিরির নিকটবর্তী একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। ক্রুদের স্থানীয় সময় বিকাল ৪টায় রিপোর্ট করার কথা থাকলেও তারা তা করেনি। ওই অঞ্চলে ঘন কুঁয়াশা থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে বলে ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে।

এই হেলিকপ্টারটি ১৯৬০ এর দশকে ডিজাইন করা। রাশিয়া ও প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দুই ইঞ্জিনচালিত এই হেলিকপ্টারটি। সময়ের ব্যবধানে মস্কো থেকে ৯ ঘণ্টা এগিয়ে থাকা কামচাটকা একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। নদ-নদীর আদিম রূপ, উষ্ণ প্রস্রবণ ও আগ্নেয়গিরির জন্য অঞ্চলটি পরিচিত।