রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রান করে পাকিস্তান। জবাবে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানের লিড নিয়ে তৃতীয় দিনের শেষ বিকালে ব্যাট করতে নেমে জোড়া উইকেট হারিয়ে স্বাগতিকরা। পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন পেসার হাসান মাহমুদ।
১২ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই পাক ওপেনার আব্দুলাহ শফিককে সাজঘরে ফেরান পেসার হাসান মাহমুদ। দলীয় ৭ রানে ১০ বলে ৩ রান করে আউট হন তিনি।
এরপর দলীয় ৯ রানে পাকিস্তান শিবিরে ফের আঘাত হানেন হাসান। নাইটওয়াচ ম্যান খুররাম শেহজাদকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন তিনি।
শেষ পর্যন্ত ৩ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। ৬ বলে ৬ রানে অপরাজিত আছেন সায়েম আয়ুব। ২১ রানের লিড নিয়েছে তারা।
এর আগে তৃতীয় দিনের শুরুতেই ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা। সেঞ্চুরি করেন লিটন।
শেষ পর্যন্ত ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। লিটন ২২৮ বলে ১৩৮ ও মিরাজ ১২৪ বলে ৭৮ রান করেন।