ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, এডেন উপসাগরে ইসরায়েলগামী একটি জাহাজে হামলা চালিয়েছে তার দেশের সেনারা। গাজা ও পশ্চিমতীরের নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এ হামলা চালানো হয় বলে তিনি জানান।
এডেন উপসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী ওই কন্টেইনার জাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর জেনারেল সারি শনিবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে তিনি ওই মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা এডেন উপসাগরে ‘গ্রোটন’ নামের জাহাজটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছি কারণ এই জলপথ ব্যবহার করে ইসরায়েলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করেছে ওই জাহাজের মালিক কোম্পানি।
জেনারেল সারি বলেন, অভিযানে অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যহার করা হয় যেগুলো জাহাজে নিখুঁতভাবে আঘাত করে। মুখপাত্র জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরুদ্ধ উপত্যকা ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে না নেয়া পর্যন্ত ইয়েমেনেয়্ওেই নৌ অভিযান অব্যাহত থাকবে।