সুন্দরবনের ভারতীয় অংশ থেকে ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির কোস্টাল পুলিশ। তিন শিশু ও চার নারীসহ গ্রেফতার ১১ জনের মধ্যে আওয়ামী লীগের কর্মী রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গ্রেফতার ১১ জনকে শনিবার আলীপুর আদালতে তোলা হলে আদালত চার পুরুষকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। এছাড়া চার নারীকে জেল হেফাজতে এবং তিন শিশুকে শিশুকল্যাণ কমিটির হেফাজতে পাঠিয়েছেন আদালত।
তারা সুন্দরবনের ঝিলা জঙ্গলে লুকিয়ে ছিলেন। বনকর্মীরা ওই এলাকা টহলের সময় তাদের সবাইকে জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর সুন্দরবন কোস্টাল থানায় খবর দেওয়া হয়। বৈধ পরিচয়পত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার ১১ জনের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার কয়রা থানা উপজেলায়। বৃহস্পতিবার রাতে দালালের মাধ্যমে ৪৫ হাজার টাকার বিনিময়ে ভারতীয় এলাকায় প্রবেশ করে। শুক্রবার ভোরে তাদের সুন্দরবনের জঙ্গলে নামিয়ে দিয়ে পালিয়ে যায় বাংলাদেশি দালাল।
সুব্রত মণ্ডল নামে গ্রেফতারদের একজন বলেন, কথা ছিল এ দেশের এক দালাল আমাদের কলকাতার কেষ্টপুরে নিয়ে যাবে। কিন্তু সে না আসায় আমরা জঙ্গলের পাশেই বসেছিলাম। তখন বন দপ্তরের লোকেরা আমাদের ধরে থানায় নিয়ে আসে।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, কর্মীরা টহলের সময়ে জঙ্গলের দিকে একসঙ্গে অনেক মানুষ দেখতে পান। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করেন। কথা বলে বোঝা যায়, তারা বাংলাদেশ থেকে এসেছেন। এরপর সবাইকে পুলিশে দেওয়া হয়েছে।