ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলি হামলাতেই ছয় বন্দীর মৃত্যু: হামাস

জোর দিয়ে হামাসের এই নেতা বলেন, খোদ বাইডেনের চেয়ে হামাস এসব পণবন্দীর জীবন নিয়ে বেশি উদ্বিগ্ন।
  • | ০২ সেপ্টেম্বর, ২০২৪
ইসরায়েলি হামলাতেই ছয় বন্দীর মৃত্যু: হামাস ৬ বন্দির নিহত হওয়ার ঘটনায় রাস্তায় বিক্ষোভে ইসরায়েলিরা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন করে মারা যাওয়া ৬ বন্দী ইসরায়েলের বিমান হামলাতেই নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের চলমান বিমান হামলাতেই গাজায় ছয় বন্দী মারা গেছে। ইসরায়েল গাজা থেকে তাদের লাশ উদ্ধার করে দাবি করছে যে হামাস তাদের হত্যা করেছে।

হামাস নেতা ইজ্জাত আল-রিশক রোববার এক বিবৃতিতে বলেন, ‘যারা প্রতিদিন মার্কিন অস্ত্র দিয়ে আমাদের লোকজনকে হত্যা করছে তারা হলো ইসরায়েলি উপনিবেশকারী। গাজায় পাওয়া পণবন্দিদের আমরা হত্যা করিনি। তারা নিহত হয়েছে জায়নবাদীদের বিরামহীন বোমা হামলায়।’

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেন যদি ইসরায়েলি পণবন্দিদের জীবন নিয়ে সত্যিই যত্নবান হন, তবে তার উচিত এই শত্রুদের অর্থ ও অস্ত্র দিয়ে সমর্থন দেওয়া বন্ধ করা এবং অবিলম্বে আগ্রাসন বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা।'

জোর দিয়ে হামাসের এই নেতা বলেন, খোদ বাইডেনের চেয়ে হামাস এসব পণবন্দীর জীবন নিয়ে বেশি উদ্বিগ্ন। তিনি যুদ্ধবিরতি নিয়ে হামাস ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব তুলে ধরে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উভয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

এর আগে রোববার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা গাজা থেকে ছয় পণবন্দীর মরদেহ উদ্ধার করেছে। এই উদ্ধারের আগে ইসরায়েল বলে আসছে যে গাজায় তাদের ১০৭ জন পণবন্দী রয়েছে। তবে তাদের কেউ কেউ মারা গিয়ে থাকতে পারেন। হামাস জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন পণবন্দী নিহত হয়েছে।

এদিকে নতুন করে ছয় ইসরায়েলি বন্দীর মৃত্যুর পর গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি। গাজায় ৬ বন্দির নিহত হওয়ার ঘটনায় তারা রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভে অংশ নেন। এছাড়া ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নও গাজায় বন্দী মৃত্যুর ঘটনায় ধর্মঘটের ডাক দিয়েছে।