দীর্ঘ অপেক্ষার পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী নাগরিক ঐক্যকে বাংলাদেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে। তাদের নিবন্ধন নম্বর ৫২ এবং দলটির প্রতীক হিসেবে দেওয়া হয়েছে ‘কেটলি’।
২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। নিবন্ধনের জন্য দুই দফায় আবেদন করার পরও নির্বাচন কমিশন দলটির নিবন্ধন দেয়নি। মাহমুদুর রহমান মান্না তৎকালীন বিরোধী দল বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করেন।
৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচন কমিশন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়। এর আগে ২১ আগস্ট নিবন্ধন পেয়েছে ‘আমার বাংলাদেশ’ বা এবি পার্টি এবং সোমবার সকালে নিবন্ধন পেয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।