বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণ চলছে। প্রথম দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিত-কোহলিদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ফাইনালে উঠলেও রানার্স হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত সংস্করণে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। তার আগেই ঘরের মাঠে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত।
তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও ম্যান ইন ব্লুদের হতাশা করে শিরোপা তুলে নেয় অজিরা। এবারের তৃতীয় সংস্করণের ফাইনালে যাবার দৌড়েও এগিয়ে ভারত। আর মঙ্গলবার (৩ সেপ্টেম্বরে) এই আসরের ফাইনালের ভেনুও দিনক্ষণ ঘোষণা করে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ফাইনাল ১১ জুন থেকে ১৫ জুন লর্ডসে, অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে আইসিসি।
এই প্রথম লর্ডসে বড় ম্যাচের আয়োজক হবে বলে মেলবর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রধান নির্বাহী গাই ল্যাভেন্ডার বলেন, "লর্ডসে টেস্ট ম্যাচের দিনগুলি বিশেষ এবং সেই সময়ে বিশ্বের সেরা দুটি দলকে স্বাগত জানানো, হোম অফ ক্রিকেটে লড়াই করার জন্য, একটি ক্রিকেট অভিজ্ঞতা মিস করা যাবে না।"
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টেস্ট ক্রিকেট প্রতিযোগিতার দুই বছরের চক্রে শীর্ষ দুই দল স্থান করে নেয় ফাইনাল খেলার জায়গা। এবারও তৃতীয় আসরে ফাইনালে যবার দৌড়ে এগিয়ে রয়েছে রোহিত শর্মারা। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত ৬৮.৫২ পয়েন্ট নিয়ে প্রথমে অপরদিকে ৬২.৫০ নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।