চীনের শানডং প্রদেশে ভিড়ের ওপর উঠে যাওয়া একটি স্কুলবাসের চাপায় ৫ শিক্ষার্থীসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাই’আন নগরীতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে সন্তানদের সঙ্গে নিয়ে অভিভাবকরা একটি স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
নিয়ন্ত্রণ হারানোয় স্কুলবাসটি চালক ভিড়ের ওপর উঠে তুলে দেন বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমে। বাসচালককে হেফাজতে নিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে। এদের ৬ জন অভিভাবক এবং ৫ জন শিক্ষার্থী। আহত আরও ১২ জনের অবস্থা স্থিতিশীল।
স্যোশাল মিডিয়ায় শেয়ার করা ঘটনার ছবি ও ভিডিওতে বাসের নিচে মানুষজনকে চাপা পড়তে দেখা গেছে। নতুন শিক্ষাবর্ষের শুরুতে ছাত্রছাত্রীরা স্কুলে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় এই দুর্ঘটনা ঘটল।