কিছুদিন আগে ইউটিউব চ্যানেল খুলে এক ভিডিওতে নিজের গোলের কথা বলতে গিয়ে ব্রাজিল কিংবদন্তি পেলেকে টানে ক্রিশ্চিয়ানো রোনালদো। যা নিয়ে হয়েছে সমালোচনা। সেই রোনালদো ফের করলেন বিতর্কিত মন্তব্য। এবার তিনি জানালেন, পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়েরই সমান!
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নেশনস লিগের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচে গোল করেন রোনালদো নিজেও। যে গোলে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। ম্যাচের পর এই ইতিহাস ছোঁয়ার ব্যাপারে রোনালদো বলেন, এটা আমার ক্যারিয়ারের বিশেষ মাইলস্টোন। রেকর্ড ভাঙি না, রেকর্ড আমাকে তাড়া করে।
পর্তুগিজ এই তারকা আরও বলেন, ৯০০ গোল আমার কাছে অন্য অনেক কীর্তির মতো মনে হতে পারে, কিন্তু জানি প্রতিদিন কী পরিমাণ কষ্ট করতে হয় ৯০০ গোল করার জন্য।
২০১৬ সালে ফ্রান্সকে হারিয়ে ইউরো জেতে পর্তুগাল। সেটাকেই এরপর বিশ্বকাপের সঙ্গে তুলনা দেন তিনি, পতুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান। পর্তুগালের হয়ে ইতোমধ্যে দুটি ট্রফি জিতেছি, যা আমি খুব করে চাইতাম।