যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের কমিশনার এডওয়ার্ড ক্যাবানের বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংখ্যা এফবিআই। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসি নিউজকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।
নিউ ইয়র্কের দক্ষিণ জেলার মার্কিন অ্যাটর্নি অফিসের একটি তদন্তের বিষয়ে পুলিশ বিভাগকে অবগত করা হয়েছে যে সেখানে দুর্নীতিতে পরিষেবার সদস্যরা জড়িত। বৃহস্পতিবার মেয়র এরিক অ্যাডামসের নিয়োগ করা ডেপুটি মেয়র শিনা রাইট এবং ডেপুটি মেয়র ফিলিপ ব্যাঙ্কসসহ নিউইয়র্কের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। এর আগে এসব কর্মকর্তা দুর্নীতির অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন।
নিউইয়র্ক সিটি হলের একজন আইনজীবী জানান, মেয়রের অফিসে কেউ তদন্তের লক্ষ্যবস্তু হতে পারে, আগে থেকে এমন কোনো ইঙ্গিত দেননি তদন্তকারীরা। তবে, অভিযানে অংশ নেয়া মার্কিন অ্যাটর্নি অফিস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযানের বিষয়ে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছে, নিউইয়র্ক পুলিশ বিভাগের নির্বাহীদের ইলেকট্রনিক ডিভাইস সংক্রান্ত তদন্তের জন্য অন্তত একটি অভিযান পরিচালনা করা হয়েছে। কর্মকর্তাদের বাড়ি তল্লাশির সময় ডেপুটি মেয়র শিনা রাইট এবং জননিরাপত্তার জন্য ডেপুটি মেয়র ফিলিপ ব্যাঙ্কসের মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার এডওয়ার্ড ক্যাবান ২০২৩ সাল থেকে নিউইয়র্ক পুলিশ বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। তিনি নিউইয়র্ক সিটির প্রথম ল্যাটিনো পুলিশ কমিশনার এবং মেয়র অ্যাডামসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচিত।
সিটি হলের প্রধান আইনি পরামর্শদাতা লিসা জর্নবার্গ বিবিসিকে বলেছেন, তদন্তকারীরা অ্যাডামসের অফিসে অভিযান চালানোর কোনো প্রকার আগাম ইঙ্গিত দেয়নি। তারা কোনো ভাবে বুঝতেই দেননি যে মেয়র বা তার কর্মীরা কোনো তদন্তের লক্ষ্যবস্তু। আইন প্রয়োগকারীর সাবেক সদস্য হিসেবে মেয়র বারবার স্পষ্ট করেছেন দলের সব সদস্যকে আইন অনুসরণ করতে হবে।
এর আগে আইনি সমস্যার সম্মুখীন হয়েছেন প্রাক্তন নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান ফিল ব্যাঙ্কস। বিগত মেয়র প্রশাসনের সময় একটি পুলিশ প্রকল্পে ঘুষ দেয়া এবং ষড়যন্ত্রকারী হিসাবে তাকে চিহ্নিত করে ফেডারেল প্রসিকিউটররা। ২০১৪ সালে ব্যাঙ্কস পুলিশ বিভাগ ছেড়ে চলে যান এবং তারপর তাকে কখনোই কোন অপরাধে জন্য অভিযুক্ত করা হয়নি।
মেয়র হিসেবে এরিক অ্যাডামসের দায়িত্ব নেওয়ার পর থেকে আইন প্রয়োগকারী তদন্তসংস্থার নজরদারীতে রয়েছে। গত বছর অ্যাডামসের প্রধান তহবিল সংগ্রহকারী ব্রায়ানা সুগসের বাড়িতে অভিযান চালায় এফবিআই।
তুর্কি সরকার এবং অন্য বিদেশি উত্স থেকে অবৈধ প্রচারাভিযানের জন্য অনুদান পেয়েছে কিনা তা খতিয়ে দেখতেই তদন্ত করা হয়। সেসময় শহরের অন্যান্য কর্মকর্তা এবং উপদেষ্টারা তদন্তের অংশ হিসেবে তাদের বাড়ি তল্লাশি করতে দেখেন। তবে, মেয়র এরিক অ্যাডামস এর আগে বলেছেন, তিনি সব তদন্তে সহযোগিতা করছেন এবং তার বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ করা হয়নি বলে জোর দিয়ে জানান।