ঢাকা | বঙ্গাব্দ

দ্রুততম গোল করেও ইতালির কাছে হারল ফ্রান্স

প্যারিসে নিজেদের ঘরের মাঠে শুক্রবার রাতে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লুচিয়ানো স্পালেত্তির দল।
  • | ০৭ সেপ্টেম্বর, ২০২৪
দ্রুততম গোল করেও ইতালির কাছে হারল ফ্রান্স ২০০৮ সালের পর এই প্রথম ফ্রান্সের বিপক্ষে জয় পেলো ইতালি।

প্রথম মিনিটেই ইতালির জালে বল পাঠিয়ে উল্লাসে মেতে ওঠে ফ্রান্স। দুর্দান্ত শুরুর পর খেই হারিয়ে শেষপর্যন্ত ইতালির সঙ্গে আর পেরে ওঠেনি কাতার বিশ্বকাপের রানার্সআপ দলটি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশনস লিগের নতুন আসরে শুভসূচনা করেছে ইতালি।


প্যারিসে নিজেদের ঘরের মাঠে শুক্রবার রাতে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে লুচিয়ানো স্পালেত্তির দল। ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। ইতালির হয়ে গোল তিনটি করেন ফেদেরিকো ডিমারকো, ডেভিড ফ্রাটেসি ও গিয়াকোমো রাসপাডোরি।


প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন ব্র্যাডলি বারকোলা। সতীর্থের ব্যাক-পাসে বলের নিয়ন্ত্রণ নিতে অপেক্ষায় ছিলেন ইতালির ডিফেন্ডার জিওভান্নি দি লরেন্সো। তার সামনে থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন বারকোলা।


ডান পায়ের শটে বল ইতালির জালে পাঠালে ১-০তে এগিয়ে যায় স্বাগতিক দল। ১৩ সেকেন্ডে করা এই গোলটি ফ্রান্সের ইতিহাসে এবং নেশনস লিগে দ্রুততম।


৩০ মিনিটে দারুণ ফেদেরিকো ডিমারকোর গোলে গোলে সমতায় ফেরে ইতালি। দ্বিতীয়ার্ধের আবারও দারুণ এক আক্রমণ থেকে জালের দেখা পায় সফরকারী ইতালি। ৫০ মিনিটে গোলটি গোলটি করেন ডেভিড ফ্রাটেসি। এরপর ৭৪ মিনিটে ব্যবধান ৩-১ করে নেয় তারা।


সতীর্থের পাস বক্সে পেয়ে ফরাসি ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন রাসপাডোরি। ২০০৮ সালের পর এই প্রথম ফ্রান্সের বিপক্ষে জয় পেলো ইতালি। মাঝে তিন ম্যাচের দেখায় সবগুলোতেই হেরেছিল ইতালি।


গ্রুপের আরেক ম্যাচে ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। ম্যাচে জোড়া গোল করেন কেভিন ডি ব্রুইন।