পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে বাবর আজমকে সরানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তার জায়গায় অধিনায়ক হিসেবে নাম শোনা যাচ্ছে মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে খবরটি জানা গেছে।
পিসিবির এক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক নিয়োগের সম্ভাবনা আছে। আর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিজওয়ান।
সম্প্রতি দেশটির জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের জন্য পাঁচটি দল ঘোষণা করা হয়েছে। যেখানে বাবর আজমকে কোনও দলের নেতৃত্বে রাখা হয়নি। শুধু রিজওয়ান, শাহীন আফ্রিদি, শাদাব খান, মোহাম্মদ হারিস ও সৌদ শাকিলকে নির্ধারিত দলগুলোর অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাতে মনে হচ্ছে, হয়তো দীর্ঘ সময়ের জন্য বাবর আজম আর অধিনায়ক থাকছেন না!
সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সফরের আগেই হয়তো নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। এই বিষয়ে এরই মধ্যে সাদা বলের হেড কোচ গ্যারি কারস্টেন ও অধিনায়ক জুলাইয়ে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। জানা গেছে, বিকল্প হিসেবে রিজওয়ানের নাম আলোচনায় এসেছে। যদি শেষ পর্যন্ত বোর্ড সম্মত হয়, তাহলে তিন ফরম্যাটের জন্যই অধিনায়ক হতে যাচ্ছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।