ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইহুদিদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে পাকিস্তানি এক মুসলিম তরুণের বিরুদ্ধে। ২০ বছর বয়সী মুহাম্মদ শাহজেব খানের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। খবর সিএনএনের।
আইরজীবীদের ভাষ্য, আইএসআইএসের সমর্থনে শাহজেব এই হামলা চালাতে যাচ্ছিলেন। তিনি এক ছদ্মবেশী আইন প্রয়োগকারী কর্মকর্তাকে বলেন, তিনি নিউ ইয়র্ককে নিশানা করতে চান, কারণ ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ইহুদি’ সেখানে থাকে। শাহজেবের বিরুদ্ধে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনকে বস্তুগত সহায়তা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গত বুধবার তাকে কানাডায় গ্রেফতারের পর শুক্রবার এই অভিযোগ আনা হয়।
ইহুদিদের অভয় দিয়ে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেন, ওই তরুণ ৭ অক্টোবরের দিকে নিউ ইয়র্ক সিটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেন বলে অভিযোগ করা হয়েছে। আইএসের নামে যত বেশি সম্ভব ইহুদি মানুষকে হত্যা করা তার লক্ষ্য ছিল।
সিএনএন লিখেছে, কানাডায় বসবাসকারী শাহজেব ২০২৩ সালের নভেম্বরে এনক্রিপ্টেড মেসেজিং একটি অ্যাপে আইএসআইএসের প্রতি সমর্থন জানিয়ে আলাপ শুরু করেন দুই ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তিরা যে ছদ্মবেশী আইন প্রয়োগকারী কর্মকর্তা ছিলেন তা জানা ছিল না শাহজেবের।
আদালতের নথি অনুযায়ী, শাহজেব ওই কর্মকর্তাদের বলেন, তিনি আইএসআইএসের ‘সত্যিকারের অফলাইন সেল’ তৈরির চেষ্টা করছেন। এই সেল কোনো এক শহরের ইহুদি প্রতিষ্ঠানগুলোকে নিশানা করবে। ওই পাকিস্তানি তরুণ হামলার জন্য ওই কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র কেনার নির্দেশ দেন বলেও নথিতে উল্লেখ আছে।
সিএনএন লিখেছে, শাহজেব ওই কর্মকর্তাদের বলেন, তিনি ৭ বা ১১ অক্টোবর হামলা চালাতে চান। কারণ ‘৭ অক্টোবর তারা অবশ্যই বিক্ষোভ করবে এবং ১১ অক্টোবর ইয়োম কিপপুর (ইহুদিদের ছুটির দিন)’। আইনজীবীদের দাবি, ব্রুকলিনের একটি ইহুদি কেন্দ্রে হামলা চালানোর বিষয়ে আগস্টের মধ্যে সিদ্ধান্ত নেন শাহজেব।
বিপুল সংখ্যক ইহুদি বসবাসের কারণে নিউ ইয়র্কে ‘ইহুদিদের লক্ষ্যবস্তু করা’ সহজ বলে মনে করেন শাহজেব। ৪ সেপ্টেম্বর কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার সময় ওই পাকিস্তানি তরুণ তিনটি গাড়ি ব্যবহার করেন। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে প্রায় ১২ মাইল দূরে তাকে আটকে দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।